ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৩০ ডিসেম্বর ২০২২

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্ত।

শুক্রবার ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছে ভয়াবহ গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। 

প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় শাকসাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, ঋষভ নিজেই তার বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে তিনি একাই ছিলেন। 

দুর্ঘটনার পর তিনি গাড়ির জানালা ভেঙে বাইরে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দুর্ঘটনায় মাথায়, থুতনি, পিঠ ও হাঁটুতে আঘাত পেয়েছেন জানা গেছে।

তারকা ক্রিকেটার ঋষভের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হবে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, দুর্ঘটনায় ঋষভের গাড়িটি পুরোপুরি ঝলসে গেছে।

অশোক কুমার, উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তন্দ্রা আসায় সড়ক বিভাজানের সঙ্গে ধাক্কা খায় ঋষভের গাড়িটি। এতে ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে জানালা ভেঙে বের হয়ে আসেন তিনি।

তিনি আরও জানান, আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি