ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের নবম আসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৩:০১, ৬ জানুয়ারি ২০২৩

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে।

দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লড়বে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবারসহ সাপ্তাহিক অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচ ৭টায় শুরু হবে।

এবার বিপিএল শুরুর আগে টুর্নামেন্ট নিয়ে হচ্ছে নানা সমালোচনা। স্বয়ং খেলোয়াড়রা বিভিন্ন অব্যবস্থাপনার নিয়ে প্রশ্ন তুলছেন। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকা নিয়ে।

ছয় দলের বিপিএল চলবে প্রায় দেড় মাস ধরে। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি