ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবের সমালোচনার জবাবে যা বললো বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:০৫, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিপিএল আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। গত ৪ জানুয়ারি এক অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, বিপিএল ঠিকভাবে আয়োজনে সদিচ্ছার অভাব রয়েছে বিসিবির।

এসময় বিপিএলকে ‘যা-তা’ টুর্নামেন্ট দাবি করে সাকিব বলেন, দুই মাস সময় পেলেই সব ঠিক করে ফেলতে পারবেন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিপিএলের স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে এসেছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার কাছে সাকিবের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয়।

জবাবে সিইও বলেন, ‘আমি নিশ্চিত নয় যে তিনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কী না, আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।’

বারবারই বিসিবি বলে আসছে, সীমাবদ্ধতার কথা। সেগুলো আসলে কী? জানতে চাইলে সুজন বলেন, ‘আমি সবার সামনে সীমাবদ্ধতাগুলো তো আপনাকে বিস্তারিত বলতে পারব না।’

ভবিষ্যতে ভালো কিছু করার বার্তা দিয়ে সিইও বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিরাও যে তাদের অবকাঠামো তৈরি করবে সে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না। কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে পারিনি বিভিন্ন কারণে। এখানে সীমাবদ্ধতা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না। বিশ্বব্যাপী কিছু বিষয় চলে আসছে, যে কারণে সীমাবদ্ধতা হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে, এরপর থেকে যেগুলো করা হবে, ওগুলোর আগে আমাদের ফ্রাঞ্চাইজি ঠিক করা থাকবে এবং আমাদের টাইমলাইনও দেওয়া থাকবে।’
এনএস/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি