ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিপিএল-২০২৩

আর্জেন্টিনার সঙ্গে তুলনা, ট্রলের শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৬ জানুয়ারি ২০২৩

বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১০০ রানও করতে পারেনি চট্টগ্রাম। জবাবে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় সিলেট।

বড় হারে আসর শুরু করলেও দমে যাচ্ছে না চট্টগ্রাম। বরং তাদের দাবি, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল এবং পরে তারাই চ্যাম্পিয়ন হয়; সেভাবেই ঘুরে দাঁড়াবেন আফিফ-মৃত্যুঞ্জয়রা।  

ম্যাচ শেষে নিজেদের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লিখেছে, ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।’ 

স্ট্যাটাসটি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। কমেন্ট বক্স ভরে গেছে হাজারো মন্তব্যে। একজন লিখেছেন, ‘এই রকম একটা স্ট্যাটাস দেওয়ার জন্য চট্টগ্রাম আজ ইচ্ছে করে হেরেছে।’

আরেকজন লিখেছেন, ‘আর্জেন্টিনার মেসি ছিল, চট্টগ্রামেরও মেসি আছে।’

অপর একজন লিখেছেন, ‘উদ্বোধনী ম্যাচে কাতারও হেরেছিল, কিন্তু তারাই সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।’ 

অনেকে আবার এ ধরনের তুলনা টানার ব্যাপারটা নিয়ে ট্রল করছেন। একজন লিখেছেন, ‘তোরা এক ম্যাচেই ১০০ রান ক্রস গরিত ফারোস না সা আগে! আলারফুয়াইন বল্টিউব।’

আরেকজন লিখেছেন, ‘হ্যা। তবে আর্জেন্টিনার স্কোয়াডে যে প্লেয়ারগুলো ছিল। চট্টগ্রাম স্কোয়াডে তার ১০ শতাংশ প্লেয়ার মজুদ নেই। সুতরাং উপমা করতে হলে সবদিক দিয়ে বিবেচনা করতে হবে।’

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি