সূর্যের বিস্ফোরক শতকে একাধিক বিশ্বরেকর্ড!
প্রকাশিত : ০০:০৬, ৮ জানুয়ারি ২০২৩
সূর্যকুমার যাদব
যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলেন সূর্যকুমার যাদব, প্রতিদিনই নতুন করে ক্রিকেটীয় ব্যাকরণকে হাসির খোরাক করে তোলেন। বিশুদ্ধবাদীদের বুড়ো আঙুল দেখিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে চলেছেন মুম্বাইয়ের এই মারকুটে।
শনিবার (৭ জানুয়ারি) ব্যতিক্রম হল না রাজকোটও। লঙ্কান স্পিনারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন সূর্যকুমার, মাত্র ৪৫ বলেই হাঁকালেন দেশের মাটিতে নিজের প্রথম টি-টোয়েন্টি শতক।
এ নিয়ে তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন সবার প্রিয় স্কাই। একইসঙ্গে গড়লেন একাধিক নজির। যেভাবে ২০২২ সালটা শেষ করেছিলেন, ঠিক একই ছন্দে ২০২৩-কে স্বাগত জানালেন সূর্য।
এদিন বলের বিচারে সবচেয়ে দ্রুত ১৫০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের রেকর্ড ছুঁলেন সূর্যকুমার। সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ, তাহলো- আজ পর্যন্ত যারা এই রানের গণ্ডি ছুঁয়েছেন তারা কেউই ১৫০ স্ট্রাইকরেটের ওপর রান করতে পারেননি। সেখানেই সূর্য অনন্য।
যেমন ধারাবাহিকভাবে তিনি রান করছেন, তেমনই দ্রুত স্কোর করতে পারছেন। যা কার্যত অন্য কোনো ক্রিকেটার টি-টোয়েন্টির ইতিহাসে দেখাতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যারা হাজারের ওপর রান করেছেন, তাদের মধ্যে সূর্যের স্ট্রাইকরেট সর্বোচ্চ। কেউ তার ধারেকাছেও নেই।
এদিন মাত্র ৪৫ বলে শতরান করেন সূর্য। এটা তার তৃতীয় সেঞ্চুরি, মাত্র ৪৩ ইনিংসেই। ভারতে তার আগে আছেন কেবল রোহিত শর্মা। তিনি চারটি সেঞ্চুরি করেছেন ১৪০ ইনিংসে।
সূর্য এদিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ বলে ১১২ রান করে। ৭টি চার ও ৯টি ছক্কার মাধ্যমে রাজকোটের দর্শকদের ভরপুর মনোরঞ্জন করেন তিনি। একটিও সুযোগ দেননি। কার্যত রাজার মতো ব্যাটিং করে পুরোপুরি ইনিংসের দিশা বদলে দেন স্কাই খ্যাত এই মারকুটে ব্যাটার।
এছাড়াও সূর্যকুমার যাদব হলেন একমাত্র ক্রিকেটার, যিনি কমপক্ষে দুটি শতরান করেছেন ৫০ বলের কমে। টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ১৬ বার ৫০-এর ওপর ইনিংস খেলেছেন সূর্য। তার মধ্যে দশবার ১৮০-র ওপর স্ট্রাইকরেট ছিল তার। সবচেয়ে কম ছিলো ১৪১।
ফলে বোঝাই যাচ্ছে, মিডল ওভারে কত দ্রুত রান তুলে বিপক্ষকে মারাত্মক চাপে ফেলে দেন তিনি।
সূর্য হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি ওপেনার না হয়েও তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। এর আগে কেএল রাহুল ও ম্যাক্সওয়েলসহ ৬ জন ব্যাটার ওপেনার না হয়েও দুটি সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টিতে। এদিন তাদের টপকে গেলেন সূর্য।
এই ফরম্যাটে সূর্য ছাড়া এমন কোনো ক্রিকেটার নেই, যার ৪০-এর ওপর গড়, ১৭৫-র ওপর স্ট্রাইকরেট আছে, সঙ্গে সেঞ্চুরির মালিক।
এদিন ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ম্যাচ চলাকালীন সূর্য প্রসঙ্গে যা বললেন, সেটাই সবচেয়ে যথার্থ। তিনি বলেন, স্কাই এমন একটি গ্রহে ব্যাট করছেন যেখানকার বাসিন্দা শুধু তিনিই, তার ধারেকাছেও কেউ নেই।
এদিকে, সূর্যকুমার যাদবের এতসব রেকর্ডের দিনে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচে সূর্যের দাপটেই ২২৮ রান তোলে ভারত। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা শেষ হয় ১৩৭ রানে।
এনএস//