ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাসিম শাহ’র ৫ উইকেট, পাকিস্তানের সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১০ জানুয়ারি ২০২৩

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়েছে পাকিস্তান। নাসিম শাহর তোপে সন্তোষজনক পুঁজি গড়তে পারেনি কিউইরা। পরে ফকর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চরিতে সহজ লক্ষ্য টপকে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান করে কিউইরা। লক্ষ্য তারা করতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া টম লাথাম ৪২ ও ড্যারি মিচেলের ব্যাট থেকে আসে ৩৬ রান। 

পাকিস্তানে হয়ে ১০ ওভারে ৫৭ রান খচরায় ৫ উইকেট নেন নাসিম শাহ। অভিষেকে আলো ছড়িয়ে লেগ স্পিনার উসামা মিরের প্রাপ্তি ৪২ রানে ২টি। 

মাঝারি মানের টার্গেটে ফকর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চরিতে ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় পাকিস্তান। 

৭৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ওপেনার ফখর। এই সংস্করণে টানা চতুর্থ ফিফটিতে ৮২ বলে ৬২ রান করেন অধিনায়ক বাবর। কিপার-ব্যাটসম্যান রিজওয়ান ৮৬ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন নাসিম শাহ।

একই মাঠে বুধবার দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি