ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেল এবাদতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মুঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের দ্বিতীয় ইনিংসের বোলিং।

গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক স্পেল উপহার দিয়েছেলেন এবাদত। মাত্র ৪৬ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। 

এই পেসারের প্রশংসায় বড় প্রতিবেদন লিখেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী উইজডেন। 

টেস্ট ক্যারিয়ারে সেবারই প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন এবাদত। ওই টেস্টে ম্যচসেরাও হয়েছিলেন তিনি। 

এবারদতের এই বিধ্বংসী পারফরম্যান্সে ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে কিউই মাটিতে টেস্ট জেতে টাইগাররা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানকে হারানো প্যাট কামিন্সের ৫৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির মাত্র ২৩ রানের বিনিময়ে সাত উইকেট, এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

চতুর্থস্থানে পাকিস্তানের বিপক্ষে ওলি রবিনসনের ৫০ রানে পাঁচ উইকেট। ওই তালিকার শেষ অর্থাৎ পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রভাত জয়সুরিয়ার ৫৯ রানে ছয় উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি