ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাইটনের মাঠে বিধ্বস্ত লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৫ জানুয়ারি ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও বিধ্বস্ত হলো লিভারপুল। ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ব্রাইটনের মাঠে শুরু থেকেই চাপে থাকে অলরেডরা। প্রথমার্ধে কয়েকটা ভালো সুযোগ পায় স্বাগতিকরা। তবে লিভারপুলের রক্ষণ ছেদ করতে পারেনি তারা। 

বিরতির পর ব্রাইটনকে আর আটকে রাখতে পারেনি ক্লপের শিষ্যরা। ৪৬ মিনিটে দলকে এগিয়ে দেন ইংলিশ উইঙ্গার সলোমন মার্চ। ৭ মিনিট পর তারই দ্বিতীয় গোলে আরও পিছিয়ে যায় লিভারপুল। 

শেষদিকে ব্রাইটনকে ৩-০ গোলের জয় এনে দেন ড্যানি ওয়েলব্যাক। 

লিগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল হজম করল ইয়ুর্গেন ক্লপের দল। গত রাউন্ডে ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।

১৮ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে ব্রাইটন। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি