ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিশ্বরেকর্ড, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের শাসন করে রানের পাহাড় গড়লেন বিরাট কোহলি, শুভমন গিলরা। জবাব দিতে নামা সফরকারী ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না মোহম্মদ সিরাজরা।

ফলস্বরূপ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করল ভারত। শুধু তা-ই নয়, রীতিমত বিশ্বরেকর্ড গড়ে তুলে নিল ৩১৭ রানের বিশাল জয়। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

এর আগে ২০০৮ সালের ১ জুলাই অ্যাবারডিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০৩ রান করে ২৯০ রানের জয় তুলে নিয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড গড়ে নিউজিল্যান্ড। প্রায় ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত।

এখানেই শেষ নয়, বিশাল এই হারে তিন ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। 

রোববার (১৫ জানুয়ারি) কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে টস জিতে ভারত প্রথমে ব্যাট করে ৩৯০ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা শেষ হয়ে গেল মাত্র ৭৩ রানে।

বিরাট কোহলি ও শুভমন গিলের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো তিরুবনন্তপুরমের পিচে বোলারদের জন্য কিছু নেই। কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিলেন মোহাম্মদ সিরাজ-শামিরা। নতুন বলে তাদের আক্রমণ দিশেহারা করে দিল শ্রীলঙ্কাকে। 

সিরাজ তো একাই নিলেন ৪টি উইকেট। আর শামি ও কুলদীপ নিলেন দুটি করে উইকেট। চামিকা করুণারত্নেকে রান আউটও করেন সিরাজ। চোট লাগায় ব্যাট করতে পারেননি আসেন বান্দারা।

এদিন তিরুবনন্তপুরমের পিচ দেখেই রোহিত শর্মা বুঝে যান যে, বড় রান উঠবে। তাই টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি অধিনায়ক। টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। পিচ খুব ভালো। সেটার সুবিধা নিতে হবে।” 

সেই সুবিধাটাই নিলেন শুভমন গিল ও বিরাট কোহলি। ৯৭ বলে শতক হাঁকান গিল। আর বিরাট অপরাজিত থাকেন ১৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে। 

এদিন লঙ্কান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন দুজনে। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টিই মারেন বিরাট। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি।

জবাব দিতে নেমে নুওয়ানিন্দু ফার্নান্ডো, দাসুন শানাকা ও কাসুন রজিথা ছাড়া দুই অঙ্কই ছুঁতে পারেননি আর কেউই। এর মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন ফার্নান্ডো। এছাড়া অধিনায়ক শানাকা ১১ রান এবং রজিথা করেন অপরাজিত ১৩ রান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি