ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই সিরিজি নিশ্চিত করতে চায় ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২০ জানুয়ারি ২০২৩

এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ নিশ্চিতের  মিশনে  শনিবার মাঠে নামছে স্বাগতিক ভারত। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। এ ছাড়া নিজ মাঠে কিউইদের বিপক্ষে কোন কোন সিরিজ না হারার রেকর্ডটাও ধরে রাখতে চায় স্বাগতিকরা। তবে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না নিউজিল্যান্ড।

রায়পুরে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। 

হায়দারাবাদে সিরিজে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে অসাধারন এক ইনিংস খেলেন ভারতীয়  ওপেনার শুভমান গিল। ভারতের পঞ্চম ও বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করা  গিল ১৯টি চার ও ৯টি ছক্কায় ১৪৯ বলে ২০৮ রান করেন। 

গিলের ডাবল-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই  ছিটকে পড়ে নিউজিল্যান্ড। তবে সাত নম্বরে নেমে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে কিউইদের জয়ের আশা জাগিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত টার্গেটের কাছে গিয়েও তা স্পর্শ করতে পারেনি নিউজিল্যান্ড। ৪ বল বাকী থাকতে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৭৮ বলে ১৪০ রানের অসাধারন ইনিংস খেলেন ব্রেসওয়েল। 

ব্রেসওয়েলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘ব্রেসওয়েল যেভাবে খেলছিলো তাতে ভয় পেয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরাই জিতেছি, যেকোন জয়ই আনন্দের।’

দ্বিতীয় ওয়ানডে নিয়ে রোহিত বলেন, ‘সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত  করতে চাই। তবে  বোলিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে।’

অন্য দিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের উপরের সারির ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা কিউই অধিনায়ক টম লাথামের। 

তিনি বলেন, ‘যেকোন ম্যাচে ব্যাটারদের বড় ইনিংস খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রথম ম্যাচে আমরা কেউই ভালো করতে পারিনি। সাত নম্বরে ব্রেসওয়েল দুর্দান্ত খেলছে। তাকে কোন ব্যাটার যথার্থ সঙ্গ দিতে পারলে  ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। আশা করি, দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করবে।’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬টি সিরিজ খেলে সবগুলোই  জিতেছে  ভারত। 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৪বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৫৬টিতে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ১টি টাই হয়, ৭টি পরিত্যক্ত হয়। 

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, কেএস ভরত, সূর্যকুমার যাদব, রজত পাটিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যন্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান ও জ্যাকব ডাফি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি