ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল: রান সংগ্রহে এগিয়ে বাংলাদেশিরাই

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৩৮, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিপিএলে ঢাকার পর চট্টগ্রাম পর্বেও রানের ফোয়ারা ছুটেছে। ২২ গজে দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররাই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশিরাই এগিয়ে। উইকেট শিকারেও পিছিয়ে নেই দেশীয়রা। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এখনো মাশরাফির সিলেটই সবার উপরে। 

গোলমেলে সূচি, নেই আধুনিক প্রযুক্তি ডিআরএস। খুব বেশি বিদেশি তারকাও নেই। এতোসব বিতর্ক পাশে ঠেলে চার-ছক্কার খেলায় দর্শকদের মুগ্ধ করছে বিপিএলের নবম আসর।

মিরপুরের পর চট্টগ্রামেও রানের বন্যা। গত আসরে যেখানে গড় রান ছিল দুই ইনিংস মিলিয়ে ১৪২-এর কম। সেখানে এ আসরে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৬০ এরও বেশি। পরে ব্যাট করা দলের গড়ও দেড়শ’র কাছাকাছি।

৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৭৫ রানের মালিক সাকিব আল হাসান। যা এপর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সাকিবের চেয়ে মাত্র ৬ রান কম নিয়ে তালিকার দ্বিতীয়তে নাসির হোসেন। 

ছয় ম্যাচে সবচে বেশি ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহম্মেদ। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৫টি। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকারে সবার উপরে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। দুই উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয়তে সিলেট অধিনায়ক মাশরাফি।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় সাকিবের ফরচুন বরিশাল। তিন জয়ে ৬ পয়েন্টে তৃতীয় কুমিল্লা। চারে আছে তামিমের খুলনা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রংপর, চট্টগ্রাম ও ঢাকা।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুরে চারটি ম্যাচের পর ২৭ জানুয়ারি সিলেট যাবে বিপিএল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি