ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গত মৌসুমের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দলে ভারত, ইংল্যান্ড, পাকিস্তানের একাধিক খেলোয়াড় থাকলেও জায়গা পাননি বাংলাদেশ-আফগানিস্তানের কোনো ক্রিকেটার। এমনকি সেরা একাদশে নেই অস্ট্রেলিয়ারও কেউ।

ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে টি-টোয়েন্টির এই সেরা একাদশ সাজিয়েছে আইসিসি। যেখানে ভারত ও ইংল্যান্ড থেকে স্থান পেয়েছেন তিনজন করে ক্রিকেটার। আছেন পাকিস্তানের দুই ক্রিকেটার। এছাড়া শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের আছেন একজন করে খেলোয়াড়ের নাম। 

আইসিসি বর্ষসেরা একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংলিশ অধিনায়ক ও ওপেনিং ব্যাটার জস বাটলারকে। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনে যথারীতি বিরাট কোহলি। চার নম্বরে ব্যাট করবেন কোহলির জাতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব।  

অলরাউন্ডারদের মধ্যে আইসিসির সেরা একাদশে স্থান পেয়েছেন গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া এবং স্যাম কারান। ব্যাটিংয়ে মিডল এবং লোয়ার মিডল অর্ডার সামলানোর দায়িত্ব তাদের। এর মধ্যে প্রথম দুইজন জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার এবং পরের দুইজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। 

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকছেন পাকিস্তানের হারিস রউফ এবং আয়ারল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার জশ লিটল।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, হাসারাঙ্গা ডি সিলভা, হারিস রউফ এবং জশ লিটল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি