ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার পেলের বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে জায়গা হয়েছে তার।

২০২২ সালে ১৫ ওয়ানডে ম্যাচে ৬৬ গড়ে ৩৩০ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া বল হাতেও নিয়েছিলেন ২৪ উইকেট। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানে ৪ উইকেট। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ফিফটিও। 

সাত বছরের ক্যারিয়ারে সেরা সাফল্যেরই পুরষ্কার পেলেন খুলনার এই ক্রিকেটার। 

গণমাধ্যমকর্মী, ক্রিকেট ব্যক্তিত্ব ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন পাকিস্তান ও জিম্বাবুয়ের। 

দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।

বর্ষসেরা ওয়ানডে দল

বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি