ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেম্বেলের গোলে সেমিফাইনাল নিশ্চিত হলো বার্সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ কোপা দেল রেতে ওসমান ডেম্বেলের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা।

বুধবার রাতে ন্যুঁ ক্যাম্পে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে জাভির দল। বিরতির পর জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোলে দেখা পায়নি তারা। এর মাঝে সার্জিও বুসকেটসকে বাজেভাবে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ মিডফিল্ডার ব্রাইস মেন্ডেস। 

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে বার্সাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি তারা। ৫১তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন ওসমান ডেম্বেলে।

জুল কুন্দের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে দলকে এগিয়ে নেন ফরাসি উইঙ্গার। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

এরপরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি সোসিয়েদাদ।

এই জয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি