ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল মাতাতে এবার সিলেটে মাশরাফিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৫৫, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিপিএলের চলতি আসরটি তিনটি আলাদা ভেন্যুতে আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে ইতোমধ্যেই ঢাকা ও চট্টগ্রাম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বাকি কেবল সিলেটের খেলাগুলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট ভেন্যুর খেলাগুলো শুরু হবে শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে। এ পর্বের খেলায় অংশ নিতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে ‘সিলেট স্ট্রাইকার্স’।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফ্লাইটে ঘরের মাটিতে পা রাখেন মাশরাফি বিন মুর্তজা-মোহাম্মদ আমিররা।

এদিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরের বিভিন্ন এলাকায় সিলেট স্ট্রাইকার্স টিম বাস নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটির আয়োজক হিসেবে ছিলো সিলেট স্ট্রাইকার্সের পার্টনার অরগানাইজেশন, সামাজিক প্ল্যাটফর্ম- সেভ সিলেট পরিবার।

বিমানবন্দর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আম্বরখানা শাহী ঈদগাহ ঘুরে কুমারপাড়া যায়। সেখান থেকে নয়াসড়ক চৌহাট্টা দিয়ে এগোয় শোভাযাত্রা। এরপর রিকাবীবাজার হয়ে মিরেরময়দান দিয়ে এগিয়ে সুবিদবাজার ও আম্বরখানা হয়ে শোভাযাত্রাটি সিলেট গ্রান্ড রিসোর্ট হোটেলে পৌঁছায়।

২০১৭ সালের বিপিএল আসরেও সিলেট সিক্সার্সকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।

এবার তো রীতিমত দুর্দান্ত ফর্মে সিলেট স্ট্রাইকার্স। সাত ম্যাচ খেলে ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

ঘরের মাঠে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ জানুয়ারি। এরপর দলটি লিগ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ঢাকার মিরপুরে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি