ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেদ্রির গোলে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় পেদ্রি গঞ্জালেসের একমাত্র গোলে জিরোনার মাঠে পূর্ণ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো জাভির দলের।

শনিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কাতালানরা। একের পর এক সুযোগ তৈরি করেও স্বাগতিকদের জমাট রক্ষণে চির ধরাতে পারছিলো না বার্সা। 

প্রথমার্ধ অনেকটা হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। 

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভির শিষ্যরা। তবে ৬১তম মিনিটে আসে সফলতা। জর্ডি আলবার বাড়ানো বলে গোল করেন পেদ্রি। 

বাকি সময় আর জালের দেখা পায়নি কেউই। 

এ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি