ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

৬ গোল হজমের ১৯ মিনিট পরই বরখাস্ত কোচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৯ জানুয়ারি ২০২৩

জিম গুডউইন

জিম গুডউইন

ম্যাচ শেষ হওয়ার রেশ তখনও কাটেনি। খেলোয়াড়রা বের হননি ড্রেসিংরুম থেকেও। এরই মধ্যে খবর এলো, বরখাস্ত করা হয়েছে দলের কোচকে! 

এমনই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের প্রিমিয়ার লিগের দল অ্যাবারডিনের কোচ জিম গুডউইনের ক্ষেত্রে। দলের বড় পরাজয়ের ১৯ মিনিট পার না হতেই চাকরিচ্যুত হন তিনি।

দলের টানা ব্যর্থতায় গুডউইনের ভবিষ্যৎ ঝুলছিল অনিশ্চয়তার দোলাচলে। গত ২৩ জানুয়ারি স্কটিশ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাবারডিন হেরে যায় ষষ্ঠ স্তরের দল ডারভেলের কাছে। ৫-০ ব্যবধানে হারে দলটি।

এখানেই শেষ নয়, শনিবার (২৮ জানুয়ারি) লিগ ম্যাচে হিবানিয়ানের কাছে হেরে যায় ৬-০ গোলের বড় ব্যবধানে। আর এমন হারের পরপরই গুডউইনকে বরখাস্ত করার কথা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। 

এক বছরের কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল ৪১ বছর বয়সী এই আইরিশ কোচের অ্যাবারডিন অধ্যায়। টানা দুই হারে লিগে সপ্তম স্থানে আছে দলটি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি