ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল: শেষ চারে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি চার দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৩১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:৫৪, ৩১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিন আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বেলা ১টা ৩০মিনিটে লড়বে ঢাকা ও বরিশাল। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে কুমিল্লা ও সিলেট।

বিপিএলে এবারের আসরে সুবিধা করতে পারছে না ঢাকা ডমিনেটর্স। একের পর এক হারে পয়েন্ট টেবিলের তলানির দিকেই রয়েছে দলটি। ৯ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। 

আর ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্টে ফরচুন বরিশাল রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে দারুণ খেলছে সাকিবের দল বরিশাল। 

এদিকে, সন্ধ্যায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা কুমিল্লার প্রতিপক্ষ পঞ্চমস্থানে থাকা খুলনা টাইগার্স। শেষ চারে থাকার লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চায় খুলনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি