ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পগবার ফেরার দিনে জুভেন্টাসের নাটকীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

মৌসুমের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন পল পগবা। ফরাসি এই মিডফিল্ডারের ফেরার দিনে জুভেন্টাস সিরি-এ লিগে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তুরিন ডার্বিতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

গত গ্রীষ্মে জুভেন্টাসে ফেরার পর প্রথমবারের মত পগবা কাল মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। তুরিনোর বিরুদ্ধে ৬৮ মিনিটে বদলী হিসেবে পগবা মাঠে নামেন। 

ম্যাচের প্রথম মিনিটেই কর্ণার থেকে আরেক ফ্রেঞ্চম্যান ইয়ান কারামো তুরিনোকে লিড এনে দেন। ডিফ্লেকটেড শটে ১৬ মিনিটে হুয়ান কুয়াড্রাডো জুভেন্টাসের হয়ে সমতা ফেরান। ৪৩ মিনিটে এন্টোনিও সানাব্রিয়া পোস্টের খুব কাছে থেকে জুভেন্টাস গোলরক্ষক ওজিচে সিজিসনিকে পরাস্ত করলে আবারও এগিয়ে যায় তোরিনো। 

প্রথমার্ধের ইনজুরি টাইমে ডানিলো কর্ণার থেকে হেডে স্বাগতিকদের হয়ে সমতায় ফেরান।

ম্যাচ শেষের ২২ মিনিট আগে এনজো বারেনেচেয়ার বদলী হিসেবে খেলতে নামেন পগবা। তিন মিনিট পর আরও একটি সেট পিস থেকে ব্রেমার প্রথমবারের মত জুভেন্টাসকে এগিয়ে দেন। 

ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িতের গোলে ম্যাচ শেষের ১০ মিনিট আগে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। 

এই মুহূর্তে জুভেন্টাস চতুর্থ স্থানে থাকা ল্যাজিওর তুলনায় ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি