ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০৯ রানে আটকে গেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:০১, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভারে ২০৯ রানেই গুটিয়ে গেছে তারা।

মিরপুরে আগে ব্যাটিং করে সর্বশেষ ৫ বছরের মধ্যে এটিই এখন বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সর্বশেষ এত কম রান নিয়ে এ মাঠে বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে—জিম্বাবুয়ের বিপক্ষে, সেবার হয়েছিল ২১৬ রান। 

১৮২ রানে অষ্টম উইকেট পড়লেও শেষ দিকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বড় শটস খেলে স্কোর দুইশ ছাড়াতে অবদান রেখেছেন তিনি। দলীয় ২০৮ রানে তাকে গ্লাভসবন্দি করিয়েছেন আর্চার।  ফেরার আগে ব্যাটার হয়ে উঠা তাসকিন ১৮ বলে ১৪ রান করেছেন। তাতে ছিল ১ চার ও ১ ছয়।

তামিম ইকবাল ও লিটন দাসের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। তবে গুচ্ছাকারে উইকেট হারিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে তারা। সর্বোচ্চ ৫৩ রানের জুটিটি এসেছে পঞ্চম উইকেটে, মাহমুদউল্লাহ ও নাজমুলের মধ্যে। নাজমুল ফিফটির পরপরই থেমেছেন, মাহমুদউল্লাহ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। 

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি