ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সতীর্থদের স্বর্ণের আইনফোন উপহার দিলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২ মার্চ ২০২৩

আর্জেন্টাইন সতীর্থদের সোনার প্রলেপ দেয়া ৩৫টি আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি।

কোপা আমেরিকার পর বিশ্বকাপ জিতে ষোলোয়ানায় পূর্ণাতা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ার। একক প্রচেষ্টায় নয়, দলীয় পারফরম্যান্সেই এসেছে এই শিরোপা। এটা অস্বীকার করেন না মেসি। 

তাইতো শতীর্থদের জন্য এই বিশেষ পুরষ্কার দিয়েছেন পিএসজি স্ট্রাইকার। 

‘টিওয়াইসি স্পোর্টসের তথ্য মতে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন দিয়েছেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েননি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও। 

প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নাম্বার ও আর্জেন্টিনিয়ান লোগো খোদাই করা হয়েছে।

প্রত্যেকটি আইফোন ২৪ ক্যারেটের সোনার তৈরি। ৩৫টি আইফোনের জন্য আর্জেন্টাইন তারকার খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ডলার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি