ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

লিগে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৪ মার্চ ২০২৩

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেন সাকিব আল হাসান।

শনিবার সকালে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে এসে নিবন্ধনের কাজ সারেন সাকিব। 

গত আসরেও সাকিবকে দলে নিয়েছিল মোহামেডান। দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। 

তবে জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে ফিরতে ফিরতে মোহামেডান বাদ পড়ে প্রথম পর্ব থেকেই। পরে মোহামেডান কর্তৃপক্ষ লিজেন্ড অফ রূপগঞ্জের জন্য তাকে ছেড়ে দেয়। 

এর আগে মোহাম্মদ আশরাফুলও মোহামেডানের হয়ে এই আসরে খেলার জন্য নাম লেখান। তিনি ব্রাদার্স ইউনিয়ন থেকে মোহামেডানে যোগ দেন এই আসরের জন্য।

লিগের দল বদল শুরু হয় ২ মার্চ থেকে। প্রথম দিন মোহামেডানের হয়ে দল বদল করেন মাত্র দুজন। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে ইমরুল কায়েস ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভেড়ায় মোহামেডান।

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসর। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি