ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাজঘরে লিটন-তামিম, লড়ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৬ মার্চ ২০২৩

প্রথম ওভারের পঞ্চম বলে স্যাম কারেনের কাছে পরাস্ত হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আউটের পর আরেক ওপেনার তামিম ইকবাল বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। তৃতীয় ওভারে ১১ রানে সেই স্যাম কারেনের কাছেই পরাস্ত হন তামিম। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এতে পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.১ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। নাজমুল হোসেন শান্ত ২৭ রান ও মুশফিকুর রহিম ২৮ রানে ব্যাটিং করছেন।

এর আগে বন্দরনগরী চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। সোমবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের। 

অন্যদিকে, একাধিক পরিবর্তন রয়েছে সফরকারীদের একাদশে। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের। 

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি