ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের টি-২০ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২২ মার্চ ২০২৩

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার ঘোষিত ১৪ সদস্যের এ দল ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান, তানভীর ইসলাম। সুযোগ পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী অনিক এবং লেগস্পিনার রিশাদ হোসেন। বিপিএলের পারফরম্যান্স বিচারে সুযোগ পেয়েছেন তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি