ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা পেলো ভারত
প্রকাশিত : ০৮:৪৮, ২৩ মার্চ ২০২৩
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো ভারত। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো অসিরা।
ওয়ানডে সিরিজ জিতে ভারত সফর শেষ করলেও এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন অসি দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ৬৫ বলে ৬৮ রান তুলেন তারা। হেডকে ৩৩ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ভারতের পেসার হার্ডিক পান্ডিয়া। ৪টি চার ও ২টি ছক্কা মারেন হেড।
তিন নম্বরে নামা ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথকে খালি হাতে বিদায় করেন পান্ডিয়া। ৪৭ বলে ৪৭ রান করা মার্শকেও শিকার করেন পান্ডিয়া। মার্শ ৮টি চার ও ১টি ছয় মারেন।
ভালো শুরুর পরও পাান্ডিয়ার তোপে ৮৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর বড় জুটি গড়ার চেষ্টা করেছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। বড় জুটি না হলেও চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেন ও ডেভিড ওয়ার্নার ৪০ এবং ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও মার্কাস স্টয়নিস।
ওয়ার্নার ২৩, লাবুশেন ২৮ ও ক্যারি ৩৮ রান করে স্পিনার কুলদীপ যাদবের শিকার হন। স্টয়নিসকে ২৫ ও সিন অ্যাবটকে ২৬ রানে আউট করেন স্পিনার অক্ষর প্যাটেল। শেষ দুই ব্যাটার অ্যাস্টন আগার ১৭ ও মিচেল স্টার্ক ১০ রান করে পেসার মোহাম্মদ সিরাজের বলে আউট হন।
কোন ব্যাটারের হাফ-সেঞ্চুরি ছাড়াই ৪৯ ওভারে ২৬৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের পান্ডিয়া-কুলদীপ ৩টি করে উইকেট নেন।
সিরিজ জয়ের জন্য ২৭০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারতও। ৫৫ বলে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। টি-টোয়েন্টি মেজাজে খেলেছেন রোহিত। ১৭ বলে ২টি করে চার-ছয়ে ৩০ রান করে অ্যাবটের শিকার হন রোহিত।
রোহিত ফেরার কিছুক্ষণ বাদে ৪৯ বলে ৩৭ রানে আউট হন গিল। এতে ৭৭ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৯৩ বলে ৬৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
রাহুলকে ৩২ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার এডাম জাম্পা। এরপর কোহলি হাফ-সেঞ্চুরি তুলে ৫৪, অক্ষর প্যাটেল ২, সূর্যকুমার যাদব শূন্য, হার্ডিক পান্ডিয়া ৪০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রানে ফিরে গেলে লড়াই থেকে ছিটকে পড়ে ভারত।
শেষ পর্যন্ত ৫ বল বাকী থাকতে ২৪৮ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার জাম্পা নেন ৪ উইকট।
এএইচ