টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মিরাজ
প্রকাশিত : ১৪:৩৩, ২৩ মার্চ ২০২৩
সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইয়াসির রাব্বির পরিবর্তে স্থান পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।
ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে থেকেই দুর্দান্ত ফর্মে টিম-টাইগার্স। পঞ্চাশ ওভারের সিরিজ ফসকে গেলেও টি-টোয়েন্টিতে শতভাগ জয় পায় স্বাগতিকরা।
আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সাকিব-তামিমদের আগুনঝড়া পারফরম্যান্সে প্রথম ওয়ানডেতে রীতিমত ঝলসে যায় আয়রল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও প্রথম ওয়ানেডে জিতে এগিয়ে টাইগাররা। সিরিজ বাগিয়ে নিতে এই ম্যাচে কোনো ভুল করতে চায়না তামিম ইকবালের দল।
এদিকে প্রথম দুই ম্যাচে নিজেদের তেমনভাবে মেলে ধরতে না পারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মারিয়া সফরকারীরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
এএইচ