ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৪ উইকেট দূরে সাকিব, হবে সর্বোচ্চ শিকারীর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১২:৩৪, ২৭ মার্চ ২০২৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের।

আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজে ৪ উইকেট নিলেই সর্বোচ্চ শিকারী হিসেবে রেকর্ড গড়বেন সাকিব।

১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি