ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:৪৫, ২৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টারলিং। তবে বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শঙ্কা দিয়েছে।

টস হতেই দমকা হাওয়ার সঙ্গে নামে তুমুল বৃষ্টি। ঝড়ো বাতাসের কারণে টসের পরপরই ঢেকে ফেলা হয় উইকেট ও চারপাশ। কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। 

এদিন আগের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও সুভ সূচনা করেছে টাইগাররা। একই ধারায় এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরতে চায় সাকিবের দল। 

এদিকে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় না পাওয়ায় হতাশ আয়ারল্যান্ড। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সফরে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ বাঁচানোয় চোখ সফরকারীদের।

প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি