আঁধারে আলো দেখালেন টাইগার শামীম
প্রকাশিত : ১৩:৫৯, ৩১ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৪৬, ৩১ মার্চ ২০২৩
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শুক্রবার শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে শুরুতেই হতাশ করেন টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে বলতে গেলে দিশেহারা হয়ে পড়ে পুরো দল। তবে শেষ পর্যন্ত দিশাহারা দলকে আলোর দিশা দেখায় টাইগার শামীম হোসন। তার সংগ্রহেই টার্গেট পৌঁছে ১২৫ রানে।
ম্যাচের শুরুতে লিটন ও রনি দুই ওপেনারের কেউই সুবিধা করতে পারেননি ব্যাটিংয়ে নেমে। লিটনের পর পরই আউট হন রনি। এরপর একে একে উইকেট পড়তে থাকে। একে একে বিদায় নেন শান্ত সাকিব, হৃদয় ও রিশাদ।
সাত উইকেট খুইয়ে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ হয় ৬১ রান। হতাশা তাই বাড়তেই থাকে। সে পর্যন্ত আউট হওয়া ছয় উইকেটের কেউই ১৫ রানের বেশি তুলতে পারেননি। আর তাসকিন ক্যাচ আউট হয়েছেন শূণ্য রানে।
এরপরেই দলের হাল ধরেন শামীম হোসেন। পুরো ম্যাচে তিনিই একমাত্র পঞ্চাশের ঘরে রান তুলেছেন। তার সংগ্রহই আশার আলো জাগিয়েছে টাইগারদের।
তবে কষ্টের বিষয় চার বল হাতে রেখেই আউট হন শেষ উইকেট শামীম। সেইসাথে থামলো রানের চাকা। ১২৫ রানের টার্গেটে শেষ হল প্রথম ইনিংস।
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে আজকের ম্যাচে। টি-২০ ইতিহাসে বাংলাদেশের তৃতীয় লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। মেহেদি মিরাজকে বিশ্রাম দিয়ে তাকে একাদশে নেওয়া হয়েছে। যদিও শুরেুতে কোনোই ঝলক দেখাতে পারেননি তিনি।
এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।
আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তনে টিম সাজিয়েছে আইরিশরা। পেসার গ্রাহাম হিউমকে বাদ দিয়ে আইরিশরা ম্যাথু হ্যামফ্রিসকে একাদশে নিয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং (অধিনায়ক), রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেন, বেন হোয়াইট।
এসবি/