ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সুপার ওভারে জয় পেল শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২ এপ্রিল ২০২৩

টেস্ট আর ওয়ানডেতে বাজেভাবে হরলেও টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করলো শ্রীলঙ্কা। রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে লঙ্কানরা।

রোববার অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে নিউজিল্যান্ডও  ৮ উইকেটে ১৯৬ রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। 

সুপার ওভারে ২ উইকেটে ৮ রান করে নিউজিল্যান্ড। ২ বল খেলেই ৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে লঙ্কানরা।

টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম বলেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৪৭ রান তোলেন আরেক ওপেনার কুশল মেন্ডিস ও তিন নম্বরে নামা কুশল পেরেরা। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ রান করে ফিরেন মেন্ডিস।

চার নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে আউট হন। দলীয় ৬৫ রানে ডি সিলভার আউটের পর চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়েন পেরেরা ও চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ১০৩ রান যোগ করেন তারা। 
টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আসালঙ্কা। ইনিংসে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি।

শেষ দিকে ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ২১ রান করেন হাসারাঙ্গা ডি সিলভা। টি-টোয়েন্টিতে ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। ৪৫ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 

পেরেরা-আসালঙ্কার ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান লঙ্কানদের। 

কিউইদের জেমস নিশাম নেন ২ উইকেট।

জবাবে ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথে ৩৯ বলে ৬৩ এবং চতুর্থ উইকেটে মার্ক চাপম্যানের সাথে ৪০ বলে ৬৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল। লাথাম ১৬ বলে ২৭ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান করে আউট হন।

অন্যপ্রান্তে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক তুলে ৬৬ রানে ফিরেন মিচেল। ৪৪ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ১৬তম ওভারে দলীয় ১৪৪ রানে মিচেল ফেরার পর নিশাম ১০ বলে ১৯, রাচিন রবীন্দ্র ১৩ বলে ২৬ করে নিউজিল্যান্ডের জয়ের আশা ধরে রাখেন।

শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের। শেষ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। পরের চার বলে ৬ রান দেন তিনি। এতে শেষ বলে জিততে ৭ ও টাই করতে ৬ রান দরকার পড়ে কিউইদের। 
এমন অবস্থায় ওভার মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ টাই করেন নিউজিল্যান্ডের ইশ সোধি। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। 

শ্রীলংকার মধুশান-হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।

সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১টি বাউন্ডারিতে ৮ রান করতে পারে নিউজিল্যান্ড। ৯ রানের টার্গেটে এডাম মিলনের দ্বিতীয় বলে ছক্কা ও নো-বলের তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি মেরে শ্রীলঙ্কাকে দুর্দান্ত জয় এনে দেন ম্যাচ সেরা হওয়া আসালঙ্কা।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে শ্রীলঙ্কা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি