ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ছয় উইকেট খুইয়ে লিডে আইরিশরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৬ এপ্রিল ২০২৩

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। তৃতীয় দিন সকালে ঘণ্টা খানেক ব্যাটিংয়ের পর প্রথম উইকেট হারায় সফরকারীরা।

তবে হাফ সেঞ্চুরি করেছেন হ্যারি টেক্টর। আর লরকান টাকারের ব্যাটিংয়ে লিড নেয় আইরিশরা। 

আয়ারল্যান্ড ৭১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানে ব্যাট করছে। বাংলাদেশের প্রথম ইনিংসের রান শোধ দিয়ে ৪৪ রানের লিড নিয়েছে তারা। 

এর আগে টস জিতে ব্যাট করে প্রথমদিন আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। সফরকারীদের হয়ে মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া কার্টুস ক্যাম্পার ৩৪, লরকান টাকার ৩৭ ও মার্ক এডায়ার ৩২ রান যোগ করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে। লিড নেয় ১৫৫ রানের। দলের হয়ে মুশফিকুর রহিম ১২৬ রানের ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির পথে ১৫টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি