ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

২৯২ রানে অলআউট আয়ারল্যান্ড, বাংলাদেশের টার্গেট ১৩৮ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ৭ এপ্রিল ২০২৩

ঢাকা টেস্ট জিততে বাংলাদেশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আইরিশরা।

৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলো আয়ারল্যান্ড। শেষ ২ উইকেটে ৬ রান যোগ করে গুটিয়ে যায় আইরিশরা।

আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট শিকার করেন পেসার এবাদত হোসেন। অ্যান্ডি ম্যাকব্রিনকে ৭২ ও গ্রাহাম হুমকে ১৪ রানে আউট করেন এবাদত।

এই ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, এবাদত ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ ও বাংলাদেশ ৩৬৯ রান করেছিলো।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি