ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ৮ এপ্রিল ২০২৩

ক্রুনাল পান্ডিয়া

ক্রুনাল পান্ডিয়া

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৩৪ রান করেন রাহুল ত্রিপাটি। ইনিংসের শেষ ওভারে জয়দেব উনাদকাটের বলে আবদুল সামাদ ২ ছক্কা মারাতেই হায়দরাবাদের রানটা ১২১ হয়েছে। সামাদ ১০ বলে ২১ রান করেন।

৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। এছাড়া অমিত মিশ্রা নেন ২টি উউকেট। 

জবাবে ২৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় লক্ষ্ণৌ। সর্বোচ্চ ৩৫ রান করেন লোকেশ রাহুল। ব্যাট হাতেও আলো ছড়ান ক্রুনাল। ২৩ বলে ৩৪ রান করে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন এই অলরাউন্ডার।

হায়দরাবাদের হয়ে আদিল রশিদ সর্বোচ্চ দুটি উইকেট নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি