ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানিকে হারালো ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১২ এপ্রিল ২০২৩

তামিরেস ও আরির প্রথমার্ধের গোলে মঙ্গলবার নুরেমবার্গে অনুষ্ঠিত নারীদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জার্মানিকে পরাজিত করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি উপলক্ষে এই ম্যাচে অংশ নিয়েছিল দেশ দুটি।

জার্মানদের রক্ষনের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচের ১১তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তামিরেস। প্রথমার্ধের মাঝপথে ৩৬ মিনিটে আরি ফের গোল করলে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় দক্ষিন আমেরিকার ফুটবল দল। ম্যাচের ইনজুরি টাইমে জার্মানির হয়ে একটি গোল পরিশোধ করেন জুলি ব্রান্ড।

অবশ্য পুরো ম্যাচ জুড়েই ব্রাজিলীয়দের প্রাধান্য ছিল একচেটিয়া। খেলা শেষে হতাশ জার্মান মিডফিল্ডার লেনা ওবারডর্ফ সাংবাদিকদের বলেন, ‘এভাবে যদি আমরা খেলতে থাকি তাহলে বিশ্বকাপে খুব একটা এগুতে পারব না।’

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি