ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেরার তিন পুরস্কার জিতলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

২০২২ সালে আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন মেসি।

আইএফএফএইচএসের সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন মেসি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

মেসির নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ^কাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেন তিনি। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেন মেসি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি