ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিরাট কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৬ এপ্রিল ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়া একাদশের অন্যদেরও জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে কোহলি ও তার দলকে। আইপিএলের স্লো ওভার-রেটের নিয়মানুযায়ী এই নিয়ে দ্বিতীয়বার অপরাধের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে কোহলিকে। একাদশের অন্যান্য খেলোয়াড় ও ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে, যেটি কম হবে।’

২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের অধীনে প্লে-অফ থেকেই বিদায় নেয় ব্যাঙ্গালুরু। এই মৌসুমে ডু-প্লেসিসের নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচে ২টি জয় পায় ব্যাঙ্গালুরু। ফিট না থাকায় শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি ডু-প্লেসিস। 

কোহলির নেতৃত্বে শেষ দুই ম্যাচেই জয়ের স্বাদ পায় ব্যাঙ্গালুরু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি