ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের সাথে হ্যাটট্রিক জয়ে সিরিজ জিতল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

হ্যাটট্রিক জয়ে সিরিজ জিতল পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে বাবর আজমের দল।

করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে ইমার-উল-হক ও বাবর আজমের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে পাকিস্তান। ইমাম ৯০ আর বাবরের ব্যাট থেকে আসে ৫৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি নেন সর্বোচ্চ ৩ উইকেট। জাবাবে, ভালো শুরু করে পরে এসে শাহীন আফ্রিদি, নাসিম শাহদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ম্যাচটি জিততে পারেনি কিউইরা। ওপেনার টম ব্লুনডেল ৬৫ কোল ম্যাককনচি ৬৪ আর অধিনায়ক টম লাথাম করেন ৪৫ রান। দুটি করে উইকেট নিয়েছে আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি