ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির সাথে পিএসজির ভাঙন নিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

সব গুঞ্জনের অবসান। লিওনেল মেসির সাথে ভাঙন নিশ্চিত হয়ে গেল ফরাসি দল পিএসজির। চলতি মৌসুম খেলেই আর্জেন্টাইন অধিনায়ক পাড়ি দেবেন নতুন কোনো গন্তব্যে। অনুমমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞায় পড়ার পরদিনই জানা গেল এমন খবর।

২০২১ সালে বার্সেলোনার সাথে দীর্ষদিনের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলোন মেসি। শুরু থেকেই পিএসজিতে নিজের ছায়া হয়েই ছিলেন লিও। ফরাসি দলটির সাথে মেসির রসায়ন দীর্ষস্থায়ী না হওয়ার গুঞ্জন ওঠে সে বছরই।

মেসির বিশ্বকাপ জয়ের পর থেকে গুঞ্জনটা জোরালো হয় বহুগুনে। সম্প্রতি অনুমতির অপেক্ষা না করে সৌদি সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। এরফলে পিএসজির সাথে লিওনেল মেসির সম্পর্কের তিক্ততা তুঙ্গে।

ঠিক এই মূহুর্তের পিএসজি সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক। ইতিমধ্যে ব্যাগ গোছানোও নাকি শুরু করেছে লিও। চলতি মৌসুম শেষেই প্যারিসকে বিদায় বলবেন এই আর্জেন্টাইন মহাতারকা। 

সোশাল মিডিয়ায় মেসির পিএসজি ছাড়তে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমেরো। তিনি আরো জানিয়েছেন মাস খানেক আগেই নাকি বিষয়টি নিয়ে পিএসিজর সাথে কথা বলেছিলেন মেসির বাবা।

আগামী মৌসুমে অন্য কোন ঠিকানায় পারি জমাবেন মেসি? ইতোমধ্যে তাকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি অরবের ক্লাব আল হিলাল। সংবাদ মাধ্যমের দাবি আল ইতিহাদও মোটা অঙ্কে মেসি নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের লিগ সকার থেকেও আছে লোভনীয় প্রস্তাব।

তবে আর্জেন্টাইন জার্সিতে আরো কয়েক বছর খেলতে চান মেসি। তাই পারপরম্যান্স ধরে রাখতে থাকতে চান ইউরোপেই। সেক্ষেত্রে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরার সম্ভাবনাই প্রবল। কাতালানরা মেসিকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জোরেসোরেই।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি