ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাকিবকে ছাড়াই সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

পারভেজ খোকন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৪ মে ২০২৩ | আপডেট: ১০:৪৫, ১৪ মে ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। এদিকে ঘরের মাঠে শেষ ম্যাচে জয়েই চোখ আইরিশদের। 

চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে রোববার বিকেল পৌনে ৪টায়। 

আয়ারল্যান্ড সফরে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে তামিম বাহিনী। 

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান সাকিব। পরবর্তীতে ঐ আঙুল নিয়েও ফিল্ডিং করেন তিনি। এমনকি সাবলীলভাবে ব্যাটিংও করেছেন সাকিব। তবে, আঙুলের সেই ইনজুরির কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে টাইগার অলরাউন্ডারকে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার অ্যাওয়ে সফরেও আইরিশদের বিপক্ষে সিজির জয়ের পরিকল্পনা করছে টাইগাররা। তাইতো অনুশীলনেও সবাই ছিলেন বেশ মনোযোগি। 

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে স্বাগতিকদের। তাই শেষ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া আয়ারল্যান্ড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি