ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ফুটবল ফেডারেশনের সব দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৫ মে ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের সকল বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ৪ মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের রিটের শুনানিতে আদালত বলেছেন, দুদকের এখতিয়ার আছে বাফুফের কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধান করার, বাফুফে নিজেরা নিজেদের তদন্ত করলে হবে না। আন্তর্জাতিকভাবে এটা আলোচিত হাওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। 

জাতিকে উদ্বুদ্ধ করতে খেলাধুলার প্রয়োজন, তাই এখানে স্বচ্ছতা দরকার বলে মনে করছে আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি