ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২১ মে ২০২৩

জয় দিয়ে ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে জাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

নিজেদের মাঠে ২৩ মিনিটে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তে যুবারা। তবে গোল হজম করে খেলার গতি বাড়ে স্বাগতিকদের। চার মিনিট পরেই সফলতা পায় তারা।

দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলেজো ভেলিজ। বিরতির তিন মিনিট আগে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

অপর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র্র। আর ফিজিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভাকিয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি