ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে নামছে উজ্জীবিত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৫ মে ২০২৩ | আপডেট: ১১:৫৪, ২৫ মে ২০২৩

যুব এশিয়া কাপ হকিতে আজ শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে হারিয়ে ভীষণ উজ্জীবিত বাংলার যুবারা। 

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

প্রতিপক্ষ শক্তিশালী হলেও শিষ্যদের ভয়ডরহীন খেলার পরামর্শ দিয়েছেন কোচ মামুনুর রশীদ। আর অধিনায়ক প্রিন্স লাল সামন্ত দিচ্ছেন ভাল খেলার প্রতিশ্রুতি।

কোচ মামুন বলেন, মামুন বলেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। ছেলেরা ডরভয়হীন চাপমুক্তভাবে ম্যাচ খেলবে।’

পুল বি তে শুভ সূচনা করেছে দু’দলই। স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ আর উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া। 

সবশেষ ২০১৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশী যুবারা। সে ম্যাচে ৮-০ গোলের বড় জয় পেয়েছিল মালয়েশিয়া। তবে এগুলো নিয়ে ভাবছে না লাল-সবুজ জার্সিধারীরা। 

নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় বাংলার যুবারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি