ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন বেনজেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৭ জুন ২০২৩

তিন বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার কয়েক ঘণ্টা পরই নতুন ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা দেন বেনজেমা। 

জেদ্দা কেন্দ্রিক ক্লাবটির একটি সূত্র বার্তা সংস্থা এএপপিকে বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে।

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নদের সাথে তার চুক্তি আপাতত তিন বছরের। দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানোর তথ্য অনুসারে ফারাসি স্ট্রাইকারকে প্রতি মৌসুমে ২শ’ মিলিয়ন ইউরো দেবে আল ইত্তিহাদ। 

সৌদিতে যোগ দিয়েই সেখানকার ক্লাবগুলোর প্রশংসা করেন এক বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ইত্তিহাদেও ধরে রাখতে চায় বেনজেমা।

বেনজেমার ভবিষ্যত স্প্যানিশ রাজধানীতেই তাতে ‘কোন সন্দেহ নেই’ বলে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যের এক দিন পরই  ১৪ মৌসুম শেষে ৩৫ বছর বয়সী এ তারকা ক্লাব ত্যাগের ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। 

এই চুক্তির ফলে রিয়ালে সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মধ্যপ্রাচ্যে যোগ দিচ্ছেন বেনজেমা। গত বছর বিশ্বকাপ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান রোনালদো।

এ ছাড়া দুই মৌসুম শেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যাওয়া লিওনেল মেসিও সৌদি আরবে পাড়ি জমাতে পারেন বলে আলোচনা আছে। 

সৌদি ক্লাব আল হিলালের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই মেসির বাবার সঙ্গে বৈঠক করেছে।

লিগ ওয়ানের দল লিঁয় থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন বেনজেমা। মাদ্রিদের হয়ে ৬৪৮ ম্যাচে ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪টি গোল করেছেন বেনজেমা। সর্বোচ্চ ৩৫৫টি  গোল করেছেন রোনালদো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি