ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংককে রূপায়ণ গ্রুপের ২৫ লাখ টাকা পুরস্কার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ১১ জুন ২০২৩

প্রথমবারের মত অনুষ্ঠিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর  চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার প্রদান করেছে দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ।

 রবিবার রাজধানীর মহাখালীর রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংককে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা  হয়। রূপায়ণ গ্রুপের মাননীয় কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী পুরস্কারের এ চেক তুলে দেন।

এসময় ইউনিয়ন ব্যাংকের সকল সদস্য ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, খেলাধুলাসহ নানা সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।  

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের আগামীতেও সাফল্যের ধারা অব্যহত রাখতে শক্তিশালী টিম গঠন করবে ইউনিয়ন ব্যাংক। খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি