ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শান্ত-জয়ের জুটিতে শতরান পার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৪ জুন ২০২৩

ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হোসেনের বিদায়ে চাপে পড়ে টাইগাররা। তবে শান্ত-জয়ের জুটিতে সেই চাপ কাটিয়ে শতরান পার করেছে বাংলাদেশ। 

মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদি। ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হোসেন দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে বিদায় নেন তিনি। 

আফগানিস্তানের হয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট পান নিজাত মাসুদ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে শুরু বিপদ সামাল দেন নাজমুল হোসন শান্ত। 

এরই মধ্যে হাফ সেঞ্চুরি পার করেছেন শান্ত। ৭১ বল মোকাবেলায় ১১টি চারের মারে ৬৩ রানে অপরাজিত শান্ত। অপরদিকে ৩৮ রানে অপরাজিত জয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৫ রান। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি