ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২৩৬ রানের লিড পেল বাংলাদেশ, এবাদতের ৪ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১৫ জুন ২০২৩ | আপডেট: ১৫:৩২, ১৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসের মতো আফগানদের দ্বিতীয় ইনিংসেও ধস নামিয়ে ২৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশে। শেষ উইকেট নিয়ে টেস্টে দেড়শ’ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মেহেদি মিরাজ।

ক্রিজ ছেড়ে বেরিয়ে মেহেদী হাসান মিরাজকে বড় শট ওড়ানোর চেষ্টায় ব্যাটে-বলে করতে ব্যর্থ করিম জানাত। বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভেঙে দিলেন লিটন দাস। তাতে ১৪৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন এবাদত হোসেন। দুটি করে পান শরিফুল ইসলাম, মিরাজ, তাইজুল ইসলাম।

টেস্ট ক্যারিয়ারে মিরাজের দেড়শতম উইকেটের শিকার অভিষিক্ত করিম জানাত। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ (জহির ০*: করিম ২৩, নিজাত ০, ইয়ামিন ০, আমির ৬, আফসার ৩৬, জামাল ৩৫, হাশমতউল্লাহ ৯, রহমত ৯, মালিক ১৭, ইব্রাহিম ৬)

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২ (এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি