ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপের পর প্রথম জয় ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপের পর প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দেশ গিনিকে ৪-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ব্রাজিলের পক্ষে জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র একটি করে গোল করেন।

ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলে গিনি। তবে সেলেসাওদের অভিজ্ঞতার কাছে বেশিক্ষণ টিকতে পারেনি আফ্রিকান দেশটি। 

২৭ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন জেলিনটন। এর তিন মিনিট পর ব্যবধান বাড়ান রদ্রিগো। 

বিরতির আগে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় গিনি। তবে দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতার অ্যাসিস্টে গোল করেন মিলিতাও। 

শেষদিকে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপে বিদায়ের পর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি