ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপের আরও দুই ভেন্যু নিয়ে আপত্তি পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

আগামী অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো চুড়ান্ত না হলেও খসড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্দ্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে পাঠিয়েছে অয়োজক দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেই খসড়া সূচি অনুযায়ী, আহমেদাবাদ ছাড়াও নতুন করে আরও দুই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমননটাই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটে  প্রকাশিত এক রিপোর্টে  এ কথা বলা হয়েছে। 

খসড়া সূচিতে লিগ পর্বে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু- হায়দারাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও কোলকাতায়।

এরমধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা রয়েছে পাকিস্তানের। আহমেদাবাদের ভেন্যুতে খেলতে চায় না বলে আগেই জানিয়েছিলো পিসিবি।

এবার নতুন করে আরও দু’টি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি। 

রিপোর্ট অনুযায়ী, ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু অসিদের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। চেন্নাইয়ের পরিবর্তে ব্যাঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান। 

সূত্রের খবর অনুযায়ী, চেন্নাইয়ের উইকেট স্লো এবং স্পিনার বান্ধব হলেও সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চায় পাকিস্তান। কারণ অস্ট্রেলিয়া দলে সেরা মানের স্পিনার নেই। কিন্তু আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমান এবং নূর আহমেদের মতো তারকা স্পিনার আছে। এজন্য চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে আফগানদের বিপক্ষে খেলতে আগ্রহী নয় পাকিস্তান। তাই আফগানিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে খেলতে চায় পাকিস্তান। 

সূচি নিয়ে আপত্তি তুললেও, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার নিশ্চয়তা এখনও দেয়নি পাকিস্তান। সম্প্রতি পিসিবি জানিয়েছে, বিশ্বকাপে অংশ গ্রহণ নির্ভর করছে  সরকারের অনুমতির ওপড়।

সম্প্রতি এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তানে খেলতে আপত্তি তুলেছিলো ভারত। এজন্য হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার প্রস্তাব জানায় তারা। সব জল্পনা-কল্পনার পর অবশেষে, পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেল মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

পাকিস্তান-শ্রীলংকার যৌথ আয়োজনে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। ১৩ ম্যাচের মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকায় হবে নয়টি ম্যাচ। ভারত ফাইনালে উঠলে, শিরোপা নির্ধারনী ম্যাচটিও হবে শ্রীলংকার মাটিতে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি