ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন মঈন আলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ১৯ জুন ২০২৩

অ্যাশেজ সিরিজে চলমান প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মঈনকে। 

বার্মিংহামের এডজবাস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করার আগে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বোলিং হাতের আঙুলে ড্রাইং এজেন্ট স্প্রে করেন মঈন। তার এমন কাণ্ড টিভিতে লক্ষ্য করেন থার্ড আম্পায়ার। 

অ্যাশেজ শুরুর আগেই বলা হয়েছিল, আম্পায়ারদের অনুমতি ছাড়া বোলিং করার হাতে কোন কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু আম্পায়ারদের প্রাথমিক নিদের্শনা অমান্য করে শাস্তির মুখে পড়লেন মঈন। 

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান ভঙ্গ করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন মঈন। 

মঈন আলির বিরুদ্ধে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট। তবে মঈন শাস্তি মেনে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

অবসর ভেঙ্গে দীর্ঘ দুই বছর পর অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেন মঈন আলী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি