ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রেফারিকে গালি দেয়ায় নিষিদ্ধ হলেন রোমা কোচ মরিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২২ জুন ২০২৩

রেফারিকে গালি দেয়ায় চার মাসের জন্য নিষিদ্ধ হলেন রোমা কোচ জোসে মরিনহো।

ইউরোপা লিগের ফাইনালে রেফারি অ্যান্থনি টেইলরের উদ্দেশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করায় তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।  

ওই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি, যার মধ্যে ছিলেন মরিনহোও। 

সেইসঙ্গে শাস্তি পেয়েছে মরিনহোর দল রোমাও। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে তাদের একটি ম্যাচে টিকেট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫৫ হাজার ইউরো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি